Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ইউএনও অপসারণের দাবিতে মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্রদের সড়ক অবরোধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইউএনও অপসারণের দাবিতে মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্রদের সড়ক অবরোধ

December 17, 2024 06:44:09 PM   জেলা প্রতিনিধি
ইউএনও অপসারণের দাবিতে মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্রদের সড়ক অবরোধ

মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডলের বিচার ও অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের ভায়না মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

দুপুর ১২টার দিকে ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সড়কের ওপর বসে পড়ে। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশের পাশাপাশি মাগুরা মোটর শ্রমিক, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনের অনুরোধ করেন। কিছুক্ষণ পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক সাদিয়া অভিযোগ করে বলেন, “স্থানীয় কিছু লোক আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং কয়েকজন আন্দোলনকারী বোনের গায়ে হাত তোলে। তারা আমাদের সড়ক থেকে সরিয়ে দেয়।”

বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক রাতুল শেখ জানান, “গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে মহম্মদপুরে নিহত শহীদ আহাদের মাকে ইউএনও পলাশ মণ্ডল অপমান করেন। সেই ঘটনার বিচার ও ইউএনওর অপসারণের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। অথচ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ভণ্ডুল করে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “ঘটনার প্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”