Date: April 30, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঋণের টাকা দিতে না পেরে ব্যাবসায়ীর আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঋণের টাকা দিতে না পেরে ব্যাবসায়ীর আত্মহত্যা

April 17, 2024 02:15:08 PM   উপজেলা প্রতিনিধি
ঋণের টাকা দিতে না পেরে ব্যাবসায়ীর আত্মহত্যা

শরীয়তপুর (জাজিরা) প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় পাওনাদারের টাকা শোধ দিতে ব্যার্থ হয়ে সঞ্জীব দেবনাথ (৫০) নামে এক স্বর্ণের দোকানী বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার (১৭-এপ্রিল) দুপুরে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সঞ্জীব দেবনাথ উপজেলার মূলনা ইউনিয়নের কাউয়াদি গ্রামের বাসিন্দা। সে ঐ এলাকার লাউখোলা বাজারে স্বর্ণের ব্যাবসা করতেন।

নিহতের সঞ্জীব দেবনাথের মা নমিতা দেবনাথ দৈনিক দেশের পত্র'কে বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলো। এইজন্য বাসায় ঠিকমতো খাওয়াদাওয়া করতো না। সবসময়ই চিন্তা করতো। ব্যাবসা ভালো না যাওয়ায় সংসার চালাতেই হিমসিম খেতো। তারউপর পাওনাদারের চাপ ছিলো। এতেই দিশেহারা হয়ে আজ দুপুরে সে বিষপান করে।

নিহতের স্ত্রী মুক্তা দেবনাথ বলেন, আমরা আমার স্বামীকে বাঁচাতে পারিনি। ঋণের ভার বইতে না পেরেই সে আত্মহত্যা করেছে। আমরা প্রায় আধঘন্টা আগে হাসপাতালে এনেছি। তখন সে বমি করছিলো। কিন্তু কিছুক্ষণ আগেই সে মারা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সঞ্জীবের বাড়ির প্রতিবেশী জানান, সম্ভবত সঞ্জীব বাজারে থাকা অবস্থাতেই বিষ খেয়েছে। সে বাসায় এসে অসুস্থতা অনুভব করে। পরে সঞ্জীবের মা চিৎকার চেচামেচি করলে প্রতিবেশীদের সহোযোগিতায় হাসপাতালে নিয়ে আসে।

বিষপানে আত্মহত্যা সম্পর্কে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। হাসপাতালে আমাদের পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পোস্টমর্টেম করার জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।