
প্রতিনিধি, কাউনিয়া:
রংপুরের কাউনিয়ায় সনাতনী ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে থানাপুলিশ। সোমবার (০৯ অক্টোবর) বিকেলে কাউনিয়া থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ্'র সভাপতিত্বে ও এসআই বুলবুল আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জমসের আলী, কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চক্রবর্তী, সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার প্রমুখ।
মতবিনিময় কালে বক্তারা পূজা মণ্ডপে আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখা এবং পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজা মন্ডপ গুলোর নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় উপজেলার ৬৮টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।