Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / সাম্য হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাম্য হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

May 15, 2025 01:11:58 PM   অনলাইন ডেস্ক
সাম্য হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বুধবার (১৪ মে) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ও অনুষদ ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদ, মো. মহিউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

মিছিলে অংশগ্রহণকারীরা "জিয়ার সৈনিক, এক হও লড়াই করো", "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে", "বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই", "ছাত্রদলের একশন, ডাইরেক্ট একশন"সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ক্যাম্পাস মুখরিত করেন।

এ বিষয়ে আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, “শাহরিয়ার আলম সাম্য শুধু একজন ছাত্রদল নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসী, চিন্তাশীল ও আদর্শনিষ্ঠ ছাত্র। তাঁর মতো একজন সংগ্রামী ভাইকে এইভাবে নির্মমভাবে হারাতে হবে, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এই হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি। একইসাথে দেশের সকল ক্যাম্পাসে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমাদের প্রতিবাদ চলবে, যতক্ষণ না সাম্য হত্যার বিচার আমরা চোখে না দেখি।”

যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদ বলেন, “সাম্য ভাই ছিলেন ছাত্র রাজনীতির অনুকরণীয় এক ব্যক্তিত্ব। তার মতো মেধাবী ও সচেতন ছাত্রনেতাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তারা মানবতাবিরোধী। আমরা এই হত্যার বিচার চাই- তড়িৎ বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন ভবিষ্যতে আর কেউ এভাবে হত্যা করার সাহস না পায়। ছাত্রদল কখনো অন্যায়ের কাছে মাথানত করে না, সাম্য ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবে না।”

উল্লেখ্য, নিহত সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।