
রংপুরের কাউনিয়ায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কুরআন শিক্ষা কেন্দ্র শিক্ষার্থীদের কুরআন মাজীদ ছবক প্রদান ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত তকিপল বাজার রেলগেট জামে মসজিদ প্রাঙ্গণে ৫টি কেন্দ্রের ৯৫ জন শিক্ষার্থীকে কুরআন মাজীদ ছবক প্রদান করেন হাফেজ মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে তকিপল বাজার রেলগেট জামে মসজিদের সভাপতি সহকারি অধ্যাপক শাহ্ মো. মোবাশ^ারুল ইসলাম রাজু’র সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার হযরত মাওলানা মো. শহিদুল ইসলাম। মাওলানা মো. ইব্রাহীম খলিলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- তকিপল বাজার রেলগেট জামে মসজিদের সাধারণ সম্পাদক শরীরচর্চা শিক্ষক মো. আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক মো. ফেরদৌস হোসেন দুখু, হাফেজ মো. ওমর ফারুক, হাফেজ মো. আব্দুর রহিম প্রমূখ। কুরআন ছবক অনুষ্ঠানে সহজ কুরআন শিক্ষা কেন্দ্র শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা এবং ছবক প্রদান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মুনাজাত করা হয়।