Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির নেতাকর্মীদের গণপদত্যাগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির নেতাকর্মীদের গণপদত্যাগ

April 16, 2025 09:26:12 PM   অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির নেতাকর্মীদের গণপদত্যাগ

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একযোগে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) বেলা দুইটায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের ৫০ জন নেতা পূর্বের সকল পদ ও পদবী থেকে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ রাজ্জাক লিখিত বক্তব্যে বলেন, সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় ভালো-মন্দ মিলে দীর্ঘ সময় পার করেছি। অনেকের জন্য ভালো কিছু করতে পেরেছি, আবার অনেকের মন জয় করতে পারিনি। এজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। কিন্তু বিগত কিছুদিন ধরে লক্ষ্য করছি, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা দিন দিন কমে যাচ্ছে। এই প্রেক্ষিতে কারো প্ররোচনায় নয়, আমরা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব পর্যায়ের কিছু নেতা সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে সকল দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি প্রদান করছি।

এ সময় বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলী আইয়ুব, ফুলবাড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ প্রমুখ।

বক্তারা বলেন, আজ থেকে জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে জানিয়ে দিতে চাই, আমাদের সাংগঠনিক পরিচয়ের সময়কালীন যে সব কার্যক্রমে আমরা অংশ নিয়েছি, তার দায়-দায়িত্ব আর আমাদের উপর বর্তাবে না।