
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মোৎসবের দ্বিতীয় দিনে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে রবীন্দ্র প্রেমীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এবারও কবিগুরুর স্মৃতিধন্য এই কাছারিবাড়িতে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী জন্মোৎসব। বর্ণিল সাজে সেজেছে কাছারি বাড়ি, যা দূর-দূরান্ত থেকে আসা রবীন্দ্র অনুরাগী ও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
২৫শে বৈশাখ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন। এছাড়া, স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
জন্মোৎসব উপলক্ষে শাহজাদপুরের কাছারিবাড়ি প্রাঙ্গণসহ বিভিন্ন স্থাপনা রঙিন সাজে সজ্জিত করা হয়েছে। কবিগুরুর প্রতি ভালোবাসা জানাতে দেশ-বিদেশ থেকে আসা রবীন্দ্র অনুরাগীদের উপস্থিতিতে কাছারিবাড়ির পরিবেশ হয়ে উঠেছে আরও প্রাঞ্জল। কাছারিবাড়ি মিলনায়তনে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কবিগুরুর গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে তার স্মৃতিকে তুলে ধরা হচ্ছে।