Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে বিএনসিসির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে বিএনসিসির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 12, 2025 08:53:30 PM   অনলাইন ডেস্ক
কুবিতে বিএনসিসির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ও বিএনসিসি প্লাটুন কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনসিসির ক্যাডেট সদস্য রেজাউল করিম সিয়ামের সঞ্চালনায় ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট ও বিএনসিসির অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, প্লাটুনের বর্তমান ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) তালহা জুবায়ের, সাবেক সিইউও মো. সামিন বখশ সাদী, বর্তমান ও সাবেক ক্যাডেটরা এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্লাটুন কমান্ডার ও সেকেন্ড লেফটেন্যান্ট ড. মো. শামিমুল ইসলাম বলেন, “ক্যাডেটদের পরিশ্রমের বিনিময়ে প্লাটুনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে ছোট পরিসরে হলেও ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি। যারা আমাদের এই ঘরোয়া আয়োজনে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ। রমজানের সংযম ও শিক্ষা আমরা সবসময় ধারণ করব এবং তা আমাদের জীবনযাপনে কাজে লাগবে।”