Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবির পাটাতনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবির পাটাতনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 11, 2025 10:28:46 PM   অনলাইন ডেস্ক
কুবির পাটাতনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতন-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।

পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহ-এর সঞ্চালনায় ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত। এছাড়া, পাটাতনের সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ক্লাবের সদস্যরাও অংশ নেন।

আলোচনা সভায় মাহমুদুল হাসান রাহাত বলেন, "শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলে না, শিক্ষার্থীদের সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই 'পাটাতন' নানা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া জেনেছি, তারা এখন থেকে বুদ্ধিবৃত্তিক কার্যক্রমও আয়োজন করবে। আজকের এই ইফতার আয়োজন সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করেছে। এত সুন্দর আয়োজনের জন্য 'পাটাতন'-কে ধন্যবাদ।"

পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, "এই ইফতার আয়োজনে বিভিন্ন সংগঠনের সদস্যরা একত্রিত হয়েছেন, যা খুবই ইতিবাচক। এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং আগামীদিনের কার্যক্রমে শক্তি যোগাবে। তাছাড়া সবার সহযোগিতায় ক্যাম্পাসে বুদ্ধিবৃত্তিক চর্চা ও সৃষ্টিশীল কাজ অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা জরুরি, যাতে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।"