
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পাবুড়িয়াচালা এলাকায় ৭২পিস ইয়াবা সহ মাসুদ রানা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হলো, উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নের পাবুড়িয়া চালা এলাকার কুমরুদ্দিনের ছেলে মাসুদ রানা (২৮)।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার পাবুড়িয়া চালা মসজিদ সংলগ্ন এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ী যুবককে হাতেনাতে মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই মাদক ব্যবসায়ী মাসুদ রানা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। প্রতিদিনের মতো শনিবার ভোর রাতে কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া ইউনিয়নের পাবুড়িয়া চালা নামক স্থানে মাদক বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাতের ভিত্তিতে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ সোহেল মোল্লার নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের টের পেয়ে দৌড়িয়ে পালিয়ে যেতে চেষ্টাকালে মাসুদ রানা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই মাদক ব্যবসায়ী মাসুদ রানা এলাকায় মাদক সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। শনিবার দুপুরে মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে মাদক মামলায় গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ সোহেল মোল্লা জানান, মাসুদ রানাকে ভোররাতে অভিযান করে ৭২ পিস ইয়াবা সহ আটক করা হয়। শনিবার দুপুরে মাদক মামলায় তাকে গাজীপুর জেলাতে প্রেরণ করা হয়েছে।