
যশোরের কেশবপুর উপজেলার কড়িয়াখালী গ্রামে এক কৃষকের গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক রইস উদ্দীন এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রইস উদ্দীন জানান, গত রবিবার দিনগত রাতে চোরেরা তাঁর গোয়াল ঘরের তালা ভেঙে ৩টি গাভী, ২টি এঁড়ে এবং ১টি বকনা গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে তিনি জানিয়েছেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই তিনি গত সোমবার থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।