
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে যশোরের কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২১ এপ্রিল) দুপুরে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের কলেজ গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পারভেজ ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী এবং জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া একজন অকুতোভয় সংগ্রামী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, থানা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম, শরিফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এসময় বক্তারা পারভেজ হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সুর চড়ান।