Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কালিগঞ্জে কৈশোরে গর্ভধারণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্বুদ্ধকরণ কর্মশালা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

কালিগঞ্জে কৈশোরে গর্ভধারণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্বুদ্ধকরণ কর্মশালা

June 10, 2022 12:49:32 AM  
কালিগঞ্জে কৈশোরে গর্ভধারণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্বুদ্ধকরণ কর্মশালা

কালিগঞ্জ সংবাদদাতা, সাতক্ষীরা:
‘ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’ শ্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পর্যায়ে পুরো পরিবার গঠন বাল্যবিয়ে কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য পুষ্টি নিরাপদ মাতৃত্ব নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ক প্রচার ও জনসচেতনতা বৃদ্ধি উদ্বুদ্ধকরন কর্মশালায় কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা ছিলেন, সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিডি রওশনারা জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ডা. এবিএম দীন মোহাম্মদ, ডা. প্রবীর মুখার্জি।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, ইমাম, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী অংশগ্রহণ করেন। জেলা ডিডি রওশনারা জামান বলেন, সাতক্ষীরা জেলার মধ্যে পরিবার পরিকল্পনা বিভাগে কার্যক্রমে সবচেয়ে ভালো অবস্থান কালীগঞ্জ উপজেলা। তিনি ভুয়াসি প্রশংসা করে সকলকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানান। কালিগঞ্জ কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা আব্দুস সেলিম প্রজেক্টরের মাধ্যমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।