Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামে সেচ পাম্পের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রামে সেচ পাম্পের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

June 11, 2022 11:32:11 PM  
কুড়িগ্রামে সেচ পাম্পের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেচ পাম্পের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম রাজু (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে দিকে সেচ পাম্পের লাইন খুলতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃত ওই কিশোর বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীকুটি গ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী মন্ডলের ছেলে।

বামনডাঙ্গা ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য আবেদ আলী জানান, শনিবার দুপুরের  দিকে রাজু মিয়া বাড়ির পাশে মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পিছনে তাদের বিদ্যুৎ চালিত সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ খুলতে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে সে তারের সাথে ঝুলে থাকে। পরে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে বেরিয়ে তাকে এ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এসময় পরিবারের লোকজন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিয়ে তাকে সেখান থেকে নামিয়ে আনে। পরে উপজেলা স্বান্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তাসবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।