


রাজধানীর কড়াইল বৌ-বাজার বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকাল ৫টা ২২ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে যানজটের কারণে প্রথম ৪০ মিনিটের মধ্যে কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাস্তায় জটের কারণে আগুন নিয়ন্ত্রণে পৌঁছানো দেরি হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।