Date: November 27, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / হেলপারের আঘাতে ছাত্র আহত, বাস ভাংচুর; ওসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

হেলপারের আঘাতে ছাত্র আহত, বাস ভাংচুর; ওসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

November 27, 2025 12:20:14 AM   জেলা প্রতিনিধি
হেলপারের আঘাতে ছাত্র আহত, বাস ভাংচুর; ওসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় “তাকওয়া পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাসের হেলপারের ধাক্কায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র আরাফাত সানি আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ ছাত্ররা বাসটির জানালার গ্লাস ভাংচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বাসন থানার ওসি মো. শাহিন খান ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলেজ ছুটির পর আরাফাত সানিসহ চার ছাত্র মৌচাকগামী তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করলে বাসের হেলপার ও কন্ডাক্টর তাদের বাধা দেন এবং সাফ জানিয়ে দেন, “ছাত্রদের বাসে তুলব না”। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হেলপার আরাফাত সানিকে জোরে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে আহত হন।

এ খবর ছড়িয়ে পড়লে কলেজের অন্য ছাত্ররা এসে বাসটির কয়েকটি জানালার গ্লাস ভাংচুর করে এবং রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী কমিশনার ও বাসন থানার ওসি মো. শাহিন খান নিজেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের শান্ত করেন এবং বাসটি নিরাপদে সরিয়ে নেন। তাঁর তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে বলে স্থানীয়রা জানান।

বাসন থানার ওসি মো. শাহিন খান বলেন, “ঘটনাটি ছোটখাটো, আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলেছি। ছাত্রদের আশ্বস্ত করা হয়েছে, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত।”