Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

March 17, 2025 09:38:38 PM   উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি চালের স্লিপ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ ছয়জন আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বড়ভিটা বাজারে এই সংঘর্ষ ঘটে। আহতরা ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, রবিবার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নজির হোসেনের সমর্থিত নেতাকর্মীরা বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে মেম্বারদের কাছে ১০ কেজি চালের স্লিপের দাবি করেন। এ নিয়ে মেম্বারদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলের সমর্থকরাও একই দাবি জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এর জেরে বিকেলে নজির হোসেনের সমর্থকরা মান্নান গ্রুপের সমর্থক রেজাকে দোকান থেকে ডেকে নিয়ে হুমকি দেন। এরপর সন্ধ্যায় নজির হোসেনের ছেলে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা বড়ভিটা বাজারে মহড়া দিতে শুরু করলে মান্নান মুকুল গ্রুপের সমর্থকরাও পাল্টা মহড়া দেয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে নজির হোসেন গ্রুপের হাফিজুর রহমান (৪২), মুসা (২৭), শাহারুল (৪৫), মোকছেদুল (৪৫) ও বাবু (২৮) এবং মান্নান মুকুল গ্রুপের সমর্থক আব্দুল জলিল (৫৫) আহত হন। আহতদের মধ্যে আব্দুল জলিল বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেন, বাকিরা ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, বড়ভিটা ইউনিয়নে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ককে জানানো হয়েছে এবং তিনি ঢাকায় ফেরার পর এ নিয়ে সিদ্ধান্ত হবে।

অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।