Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / খালিয়াজুরীতে রাতে ধানগাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খালিয়াজুরীতে রাতে ধানগাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক

March 29, 2025 08:53:54 PM   অনলাইন ডেস্ক
খালিয়াজুরীতে রাতে ধানগাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক

নেত্রকোনা সংবাদদাতা:
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামে চরম দুর্যোগ নেমে এসেছে কৃষক রুবেল সরকারের জীবনে। রাতের আঁধারে তার বাগাটিয়াবন হাওরে চাষ করা প্রায় ৪০ শতাংশ জমির ধানগাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাশ ও দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

বাংলাদেশ কৃষিনির্ভর দেশ, আর খালিয়াজুরী উপজেলা ধান চাষের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। পরিশ্রম করে ফলানো ফসল এভাবে চুরি হয়ে যাওয়া নিঃসন্দেহে দুঃখজনক ও উদ্বেগজনক। রুবেল সরকার জানান, সারা বছর পরিশ্রম করে তিনি ধান চাষ করেন, যা তার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। কিন্তু দুর্বৃত্তদের এই চুরির ঘটনায় তিনি মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়রা জানান, রাতের বেলায় ধান চুরির ঘটনা নতুন নয়, তবে এত বড় পরিসরে ধানগাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা বিরল। কৃষক রুবেল সরকারের এই ক্ষতি পুষিয়ে নিতে প্রশাসনের সহায়তা প্রয়োজন বলে মনে করছেন তারা।

কৃষকদের দাবি, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ ঘটনায় কৃষি সম্প্রদায়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। কৃষকরা চান, প্রশাসনের কঠোর পদক্ষেপ ও যথাযথ নজরদারি যেন তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করে।