Date: October 19, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় হিন্দু পরিবারের জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় হিন্দু পরিবারের জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

October 19, 2025 11:40:34 AM   জেলা প্রতিনিধি
গাইবান্ধায় হিন্দু পরিবারের জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি হিন্দু পরিবারের পৈতৃক সম্পত্তি ভুয়া দলিলের মাধ্যমে জোর করে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার (১৮ অক্টোবর) গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নিখিল কুমার চৌধুরী। তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী মতিয়ার রহমান, মুকছুদার, মোকলেছ ও মুসাসহ তাদের সহযোগীরা ভুয়া দলিল তৈরি করে তাদের ৫ একর ৭২ শতক জমির মধ্যে ৪ একর ৪৬ শতকই জবরদখল করে নিয়েছে।

তিনি আরও জানান, দখলকারীরা তাদের জমির প্রায় ১০০টি কলাগাছ, ৬০-৭০টি বাঁশ এবং ৫০-৬০টি লেবু গাছ কেটে ফেলেছে। এর প্রতিবাদ করতে গেলে তাদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

নিখিল কুমার বলেন, “এ বিষয়ে প্রতিকার চেয়ে সাদুল্লাপুর থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি।”

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি তাদের দখল হওয়া জমি দ্রুত উদ্ধার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

এ সময় নিখিল কুমার চৌধুরীর সঙ্গে তার স্ত্রী তমা রানী, ভাই উৎপল কুমার চৌধুরী, তার স্ত্রী শ্যামলী রানীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।