
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ।
শাহানা আফরোজ জানান, অভিযানকালে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ১টি খাদ্য প্রস্তুত কারক প্রতিষ্ঠান ও ৫০ বাড়ির ১০০টি ডাবল চুলার গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারকারী ওই খাদ্য প্রস্তুতকারী মেসার্স কাদের ফ্রেশ ফুডস নামক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা ও ৩ জনকে ৯৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সর্বমোট ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে আরো উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মামুনুর রহমান, উপ-ব্যবস্থাপক আসাদুজ্জামানসহ তিতাসের অন্যন্যা কর্মকর্তাগণ।