
গাজীপুর সংবাদদাতা:
পাওনা বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করেছে গাজীপুর মহানগরের বাসন থানাধীন চৌরাস্তা এলাকার অ্যাপারেলস ফিনিশিং প্লাস গার্মেন্টসের ফিনিশিং ও কাটিং শাখার শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে রাস্তা অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অ্যাপারেলস প্লাস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা জানায়, গত মাসের পাওনা বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এর আগে, তারা গার্মেন্টস কর্তৃপক্ষকে ১ মাসের আটকে থাকা বেতন-ভাতা পরিশোধের জন্য একাধিকবার জানান। কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ এতে কোন কর্ণপাত না করায় শ্রমিকরা তাদের পাওনা আদায়ে রাস্তায় অবরোধে নামেন।
বাসন থানার এসআই মোঃ ফারুক জানান, থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধরত শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।