
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুর ৩ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা রোমানা আলী টুসি এমপি।
বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.তরিকুল ইসলামের কাছে তার পক্ষে মনোনয়ন পত্র জমা দেন তার বড়ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।
এর আগে নেতাকর্মী ও সাধারণ জনগণের ঢল নেমে জনসমুদ্রে পরিনত হয় শ্রীপুরের রাজপথ। এ সময়ে নৌকার প্রার্থী রুমানা আলি টুসি এমপি বলেন, তার বাবা সাবেক মন্ত্রী রহমত আলী এই আসন থেকে নৌকাকে ৫বার বিপুল ভোটে বিজয়ী করেছিল। বাবার আদর্শকে কাজে লাগিয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল,সাধারণ সম্পাদক জি এস নজরুল, মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা জজ প্রমুখ।
জানা যায়, আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রুমানা আলী টুসি গাজীপুর তিন আসনের প্রয়াত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. রহমত আলীর কন্যা। তার পিতা মো. রহমত আলী ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে টানা ৫বার সংসদ সদস্য ছিলেন। ১৯৯৯ সালে তিনি স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রয়াত সাংসদ রহমত উল্লাহ কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সে প্রথমবারের মতো আ,লীগের দলীয় মনোনয়ন পান।