Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুর-৩ আসনে বিপুল ভোটে জয়ী রোমানা আলী টুসি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুর-৩ আসনে বিপুল ভোটে জয়ী রোমানা আলী টুসি

January 08, 2024 11:34:38 AM   উপজেলা প্রতিনিধি
গাজীপুর-৩ আসনে বিপুল ভোটে জয়ী রোমানা আলী টুসি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম চলে। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।

১৮০টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত গাজীপুর-৩আসনে নির্বাচনে লড়েছেন ৭ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপিকা রোমানা আলী টুসি  ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী অধ্যাপিকা রোমানা আলী টুসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট।

 উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী গাজীপুর-৩ (শ্রীপুর ও পিরুজালি-ভাওয়ালগড়-মির্জাপুর) আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪৩৪ জন,এখানে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৪৩৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৯০ জন, এছাড়া তৃতীয় লিঙ্গের  ভোটার রয়েছেন ৫ জন।