
আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরে অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ গ্যাস সংযোগের দায়ে ১৫ টি বাড়ির ২ শত চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (১০ জুন) দিনব্যাপী গাজীপুর মহানগরের গাছা থানাধীন বড়বাড়ী কুনিয়া এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল বিপণন অফিস এর উপব্যবস্থাপক মো: আসাদুজ্জামান আজাদ উপব্যবস্থাপক শেখ জাবের নূরানী , উপব্যবস্থাপক এইচ ফয়সাল আহমেদসহ আরো অন্যন্যা কর্মকর্তা ছাড়াও গাজীপুর মেট্রোপলিটের পুলিশ ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগের দায়ে ভ্রাম্যমান আদালত বড়বাড়ীর কুনিয়া এলাকার মনিরকে ১ লক্ষ, আশা আক্তারকে ৫০ হাজার, মামুন মির্জাকে ১০ হাজার ও চুন্নু মিয়াকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড করে।