
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় আরও ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৯৮ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি বাহিনীর হামলায় উত্তর গাজার সর্বশেষ চালু হাসপাতাল কামাল আদওয়ানও কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর হামলায় হাসপাতালটির গুরুত্বপূর্ণ অংশে আগুন ধরে যায় এবং মারাত্মক ক্ষয়ক্ষতি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই হাসপাতালে আহত ও অসুস্থ রোগীদের জন্য জরুরি সেবাদান বন্ধ হয়ে গেছে। এর ফলে চিকিৎসার জন্য পুরো গাজার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলের দীর্ঘমেয়াদি অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট ৪৫,৪৩৬ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৩৮ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অনেকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ জরুরি উদ্ধারকাজ পরিচালনার মতো প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল নেই।
গাজার ভয়াবহ মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও হামলা ও সংঘর্ষের মাত্রা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সূত্র: আল জাজিরা