Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / গাংনীর ইউএনও বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাংনীর ইউএনও বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

April 23, 2025 12:23:29 PM   উপজেলা প্রতিনিধি
গাংনীর ইউএনও বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় গাংনী উপজেলা পরিষদের সামনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে আয়োজিত এই মানববন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা ইউএনও প্রীতম সাহার কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই গাংনীর মানুষের পাশে থেকে প্রশাসনিক কাজ পরিচালনার পাশাপাশি মানবিক সহায়তা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা খাতুন বলেন, “দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে যেভাবে কাজ করেছেন, তা অনন্য। এমনকি চলমান এসএসসি পরীক্ষার্থীদের রাতেও বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন তিনি।”

গাংনী বাজার জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক শুশান্ত কুমার পাত্র বলেন, “তিনি দলমত নির্বিশেষে সরকারি সহায়তা দিয়েছেন, যা সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। সাদামাটা জীবনযাপন আর অক্লান্ত পরিশ্রম তাকে জনপ্রিয় করে তুলেছে।”

পৌর এলাকার সমাজসেবক শুলেরি আলভী বলেন, “একাধিক প্রশাসনিক দায়িত্ব একসঙ্গে পালন করেও তিনি নিয়মিত মাঠপর্যায়ে সক্রিয় থেকেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন, ভূমি প্রশাসনসহ প্রতিটি ক্ষেত্রে তার দক্ষতা দৃশ্যমান।”

মানববন্ধনে বক্তারা বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, সোমবার খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. পারভেজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউএনও প্রীতম সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হবেন সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন।