
শাহাদত হোসাইন, শ্রীপুর সংবাদদাতা:
“বইয়ের সর্তকতা হাসপাতালে চাইতে কম না” এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুল মতিন খান দাতব্য চিকিৎসালয় ও আলোকিত সোনার বাংলাদেশ পরিচালনায় অদম্য ১৯ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন ) বিকালে গাগলা থানার পাইথল ইউনিয়নের টেকপাড়া গ্রামের আব্দুল মতিন খান সাহেবের বাড়ি প্রাঙ্গণে পাঠাগার উদ্বোধন করেন শেখ মো. ফুয়াদ ও স্হানীয়রা।
অনুষ্ঠানে ডা. মোঃ মাসুদ রানা সাগরের এর সভাপতিত্বে ও মাহফুল হকের সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসাযী ও সমাজিক ব্যাক্তিত্ব মেসার্স ফুয়াদ এন্টারপ্রাইজ পরিচালক মোঃ শেখ ফুয়াদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অদম্য ১৯ পরিচালক মো. তায়েব মৃধা ও অদম্য ১৯ প্রতিষ্ঠাতাঃ মুহতাসিন ফুয়াদ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, এ পাঠাগারের উদ্বোধনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের বই পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এ পাঠাগার পরিচালনাকারী আব্দুল মতিন খান দাতব্য চিকিৎসালয় ও আলোকিত সোনার বাংলাদেশ সেই মহৎ কাজটি করেছেন। আর সেই মহৎ কাজে শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় পাশে আছি সব সময়।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে পাঠাগারের উদ্যোগে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় অদম্য ১৯ নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।