
ময়মনসিংহের গৌরীপুর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে ১৩ মার্চ (বৃহস্পতিবার) এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গৌরীপুর পৌর শহরের মধ্য বাজারে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি চান মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রধান পৃষ্ঠপোষক, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ-সভাপতি এবং গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুজ্জান জুয়েল।
এছাড়া উপস্থিত ছিলেন গৌরীপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান খোকন, পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক লাল মিয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং সোহজউত্তর জেলা যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, সাবেক কাউন্সিলর ফারুকুজ্জামান, দুলাল মেম্বার, শ্রমিক নেতা আহসানউল্লাহ প্রমুখ।
মাহফিলে অংশগ্রহণকারীরা একে অপরকে রমজানের শুভেচ্ছা জানিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেন।