Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

February 25, 2025 08:16:14 PM   উপজেলা প্রতিনিধি
গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে ৫৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের সাবেক সভাপতি কামরুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বাক্কার সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক।