Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গুলিবিদ্ধ হয়ে অন্ধত্বের পথে সৈয়দপুরের তরুণ ক্রিকেটার, টাকার অভাবে চিকিৎসা বন্ধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

গুলিবিদ্ধ হয়ে অন্ধত্বের পথে সৈয়দপুরের তরুণ ক্রিকেটার, টাকার অভাবে চিকিৎসা বন্ধ

August 31, 2024 06:20:34 PM   উপজেলা প্রতিনিধি
গুলিবিদ্ধ হয়ে অন্ধত্বের পথে সৈয়দপুরের তরুণ ক্রিকেটার, টাকার অভাবে চিকিৎসা বন্ধ

নীলফামারীর সৈয়দপুরের তরুণ ক্রিকেটার সাকিব (২০) বর্তমানে অন্ধত্বের পথে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের সময় পুলিশের ছোড়া গুলিতে তার বাম চোখের রেটিনা ফেটে গেছে। উন্নত চিকিৎসার অভাবে তিনি এখন বাড়িতে শুয়ে ছটফট করছেন। সাকিব রংপুর কারমাইকেল কলেজের অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি সৈয়দপুর পৌর শহরের কাজিপাড়া এলাকায়। বাবার মৃত্যুর পর মায়ের সাথেই তার বসবাস।

গত ১৮ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সৈয়দপুরে শিক্ষার্থীরা মিছিল ও পাঁচমাথা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ চলাকালে পুলিশের এলোপাতাড়ি গুলিতে সাকিব মারাত্মকভাবে আহত হন। তার মাথায় ৮টি, বাম চোখে ১টি ও নাকে একটি ছড়রা গুলি বিদ্ধ হয়। প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা করা হলেও পরবর্তীতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দুই দিন রংপুরে চিকিৎসার পর, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বাংলাদেশ চক্ষু হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জয় কুমার দাস অপারেশনের মাধ্যমে চোখ থেকে গুলি বের করতে সমর্থ হন, তবে চোখের রেটিনা ফেটে যাওয়ায় তাকে ভারতের চেন্নাইয়ে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু অর্থের অভাবে ভারতে যাওয়া সম্ভব হয়নি।

সাকিবের মা আছিয়া খাতুন বলেন, “অনেক ঋণ করে চিকিৎসা করালাম, কিন্তু তাও সুস্থ হলো না। এখন কী করবো?” তিনি দেশের ক্রীড়া বোর্ডসহ সবার কাছে আর্থিক সহায়তার আবেদন জানান। সাকিব বলেন, “পুলিশের ছোড়া প্রথম গুলির শিকার আমি। দেশে যতটুকু চিকিৎসা করা সম্ভব, তা করেছি। কিন্তু চোখের উন্নতি হয়নি। আর হয়তো ক্রিকেট মাঠে ফিরতে পারবো না।” কথাগুলো বলতেই কেঁদে ফেলেন তিনি।

অর্থের অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে, এবং সাকিব এখন চিকিৎসার আশায় দিশেহারা।