Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / চিলাহাটিতে ৮ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিলাহাটিতে ৮ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

August 29, 2024 09:35:25 PM   উপজেলা প্রতিনিধি
চিলাহাটিতে ৮ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার চিলাহাটি জে.ইউ. ফাজিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে অবকাঠামোর উন্নয়ন, পরিচালনার ঘাটতি এবং শিক্ষা ব্যবস্থার চরম বেহাল দশায় ভুগছে। গতকাল দুপুরে মাদ্রাসার শিক্ষার পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে ৮ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, মাদ্রাসায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকদের অনুপস্থিতির কারণে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ এবং মাদ্রাসার সম্পদ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও উঠেছে। এছাড়াও, অতিরিক্ত ফি আদায় করেও রশিদ না দেওয়া এবং মাদ্রাসার আয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবি মেনে নিতে কর্তৃপক্ষের কাছে জোর প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে: ছাত্র সংসদ প্রতিষ্ঠা, শিক্ষার যথাযথ পরিবেশ এবং ক্লাসের মর্নিং শিফট চালু করা, অতিরিক্ত ফি আদায় বন্ধ করা এবং রশিদ মূলে ফি আদায়, এবং মাদ্রাসার সংস্কারসহ অন্যান্য বিষয়।

মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসেন বলেন, "ছাত্র-ছাত্রীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং তা পর্যায়ক্রমে পূরণ করা হবে। তবে অনেক অভিযোগ মিথ্যা।"