Date: May 18, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / চুুয়াডাঙ্গায় শিক্ষককে চড়-থাপ্পর, শির্ক্ষাথীর জামিন না মনঞ্জুর-পরীক্ষা থেকে বহিস্কার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

চুুয়াডাঙ্গায় শিক্ষককে চড়-থাপ্পর, শির্ক্ষাথীর জামিন না মনঞ্জুর-পরীক্ষা থেকে বহিস্কার

October 11, 2023 10:09:58 AM   জেলা প্রতিনিধি
চুুয়াডাঙ্গায় শিক্ষককে চড়-থাপ্পর, শির্ক্ষাথীর জামিন না মনঞ্জুর-পরীক্ষা থেকে বহিস্কার

চুুয়াডাঙ্গায় ষুবেলী ভিক্টোরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে অসদুপায় স্কুলের শিক্ষককে চড় মারার ঘটনার মামলায় অভিযুক্ত শিক্ষার্থীর জামিন না মঞ্জুর করে যশোর শিশু সংশোধনাগারে পাঠিয়েছে আদালত। শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার সকল পরীক্ষা থেকেও বহিস্কার করেছে।

মঙ্গলবার বেলা আড়াইটায় অভিযুক্ত  শিক্ষার্থী শীর্ষ সেচ্ছায় চুুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন  ট্রাইবুলেন)  আদালতে হাজির হয়ে জামিনর আবেদন করলে সরকারী কাজে বাধাদান ও শিক্ষককে লাঞ্ছিত করার অপরাধে তার জামিন না মনঞ্জুর করে যশোর সংশোধনাগারে প্রেরণ করেন আদালতপর বিজ্ঞ বিচারক মুসরাত জেরিন।

এছাড়া এ ঘটনায় মঙ্গলবার বেলা ১২টায় শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ শাস্তির দাবীতে শিক্ষার্থী ও জাতীয় শিক্ষক ফোরামের  পক্ষ থেকে বিদ্যালয়ের সামনে ও চৌরাস্তার মোড়ে এক  প্রতিবাদসভা ও মানবন্ধন এবং সড়কে অবরোধ করে।

উল্লেখ্য  রবিবার ৮ অক্টোবর ষুবেলী ভিক্টোরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে  অসদুপায় অবলম্বনে বাঁধা দেওয়ায় ও খাতা কেড়ে নেওয়ায় দশম শ্রেনীর ছাত্র চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিনের ছোট ছেলে  শীর্ষ  তার  শিক্ষক হাফিজুরব রহমানের দু’গালে স্বজরে চড় থাপ্পড় মেরে স্কুল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিয়ার রহমান বাদী হয়ে চুুয়াডাঙ্গায় সদর থানায়  ৯ অক্টোবর  মামলা দায়ের করলে উক্ত মামলায় এ রায় দেওয়া হয়।

এদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক  ড. কিসিঞ্জার চাকমা জানান, অভিযুক্ত ছাত্র শীর্ষকে  তার সকল পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে এবং তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার ছাত্রত্বের বিষটি কি হবে তা পরে জানানো হবে।

এছাড়াও তিনি জানান বিদ্যালয়ের শিক্ষা ও ছাত্র শিক্ষকদের মধ্যে নিবিড় সম্পর্কের উন্নয়ন কিভাবে হয় সে বিষয়ে ম্যানেজিং কমটির আজকের বৈঠক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন  করা হয়েছে।