Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

May 16, 2024 10:01:21 PM   জেলা প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ফসলের মাঠ থেকে মধ্য বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।বৃহষ্প্রতিবার বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কালিকাপুর বেড়পাড়া মাঠে ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কৃষক রাজু মোল্লা তার নিজস্ব জমিতে ঘাস কাঁটতে গিয়ে সেখানে দূর্গন্ধের টের পায়।কাছে গিয়ে দেখে মানুষের মরদেহ পড়ে আছে। পরে লোকজন ডেকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।তবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।পরিচয় উদঘাটন হলে জানা যাবে এটি স্বাভাবিক মৃত্য নাকি হত্যা।সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।