
হাইকোর্ট কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের কর্মচারী পদ থেকে জুনিয়র ইন্সট্রাক্টর (শিক্ষক) পদে প্রমোশনের রায় দ্রুত প্রত্যাহারের দাবিসহ ছয় দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সোমবার গাইবান্ধার সকল পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা পলিটেকনিক ইন্সটিটিউট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ১নং রেলগেট এলাকায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী শাকিল আহাম্মেদ, নাজমুল ইসলাম, বাধন, মেহেজাবিন জিম প্রমুখ।
ছাত্রদের উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো- জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে; ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল করতে হবে; উপসহকারী প্রকৌশলী ও সমমানের ১০ম গ্রেড থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে অন্যদের নিয়োগ দিলে তা বাতিল করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে; কারিগরি শিক্ষাব্যবস্থাপনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সব গুরুত্বপূর্ণ পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে; ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে; পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
শিক্ষার্থীরা এসব দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।