Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০২৩: রৌমারীতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০২৩: রৌমারীতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ

August 28, 2023 08:05:47 PM   উপজেলা প্রতিনিধি
জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০২৩: রৌমারীতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০২৩ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১ টারদিকে উপজেলা পরিষদ হলরুমে এ পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.আসাদুজ্জামান প্রমূখ সহ উপজেলার মাধ্যমিক পর্যায়ে সকল প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

এবার উপজেলায় শ্রেষ্ঠশিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসাবে রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, উপজেলায় শ্রেষ্ঠশিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসাবে যাদুরচর মডেল ডিগ্রী কলেজ, উপজেলায় শ্রেষ্ঠশিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসাবে রৌমারী কেরামতিয়া আর্দর্শ ফাযিল মাদ্রাসা।

সবশেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠশিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে  ক্রেস্ট ও সনদপত্র হাতে তুলেদেন।