
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে এসডিআই সমৃদ্ধি কর্মসূচির আওতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৮ মে সকালে বানিয়াজুরী শাখার আয়োজনে কোশুন্ডা জনতা সংঘ মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (সিইও) সামছুল হক। বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আওয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন এসডিআই মানিকগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই ধামরাই জোনের জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহিন মিয়া (হাসিন) প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় সব বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।