
জামালপুরে চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ফলনে সন্তুষ্ট হলেও ন্যায্য দাম না পাওয়ায় তারা পড়েছেন চরম হতাশায়।
জেলার কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জামালপুরে ১ লাখ ২৯ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫৬০ হেক্টর জমিতে। ফলন ভালো হলেও ধানের বাজারমূল্য আশানুরূপ না হওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।
সরকারিভাবে প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হলেও বর্তমানে হাট-বাজারে ধান বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। এতে উৎপাদন ব্যয়, সেচ, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ ব্যয় মেটাতে পারছেন না অনেক কৃষক।
জেলার ইসলামপুর উপজেলার কৃষক আমিনুল ইসলাম বলেন, "এবার ধান ভালো হয়েছে, কিন্তু বিক্রি করতে গিয়ে মাথায় হাত। যা দাম পাই, তাতে তো খরচই উঠে না।"
এ বিষয়ে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা বলেন, "আবহাওয়া অনুকূলে থাকায় এবার কাঙ্ক্ষিত ফলন হয়েছে। আমরা মাঠপর্যায়ে কৃষকদের নানা সহায়তা দিয়ে আসছি। তবে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি।"
কৃষকরা বলছেন, সরকারি মূল্য অনুযায়ী সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করলে তারা লাভবান হবেন এবং ভবিষ্যতে ধান চাষে আগ্রহী থাকবেন।