Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কিশোরগঞ্জে সরকারি কর্মচারীদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জে সরকারি কর্মচারীদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

May 14, 2025 10:25:24 PM   উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে সরকারি কর্মচারীদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

রকি হাসান:
বাংলাদেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার -এই অভিযোগ তুলে কিশোরগঞ্জে ৭ দফা দাবিসহ স্মারকলিপি প্রদান করেছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

১৪ মে (বুধবার) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানার হাতে কর্মচারীরা একত্রিত হন এবং তাদের দাবিগুলো উত্থাপন করেন।

বক্তারা জানান, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীরাই মূখ্য ভূমিকা পালন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বৈষম্যহীন ৯ম পে-স্কেল চালু, অন্তবর্তীকালীন সময়ের জন্য মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া, রেশনিং পদ্ধতির পুনঃপ্রবর্তন, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা চালুর দাবিতে ৭ দফা উপস্থাপন করেন।

পরে উপস্থিত প্রতিনিধি দল জেলা প্রশাসক ফৌজিয়া খানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের ৭ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
সরকারি কর্মচারীদের এই কর্মসূচি জেলা শহরে সাধারণ মানুষের মধ্যেও আলোচনার জন্ম দেয়। তারা দ্রুত এসব দাবির বাস্তবায়ন দেখতে চান।