
আন্তর্জাতিক ডেস্ক:
৭০০ বছরের পুরনো একটি গুপ্তধন খুঁজে পেয়েছেন এক নির্মাণ শ্রমিক। যেখান থেকে ১৬০০ কয়েন উদ্ধার করা হয়েছে। একটি নির্মাণ প্রকল্পে কাজ করার সময় তিনি এই গুপ্তধনের সন্ধান পান। গুপ্তধনের মুদ্রাগুলো ১৩২০ খ্রিস্টাব্দ সময়কার। আর এই মুদ্রাগুলো জার্মানি, সুইজারল্যান্ড এবং ফ্রান্সের মাধ্যমে একাধিক টাকশাল বিস্তৃত ছিল বলে জানা যায়।
জানা যায়, মে মাসে একটি সুইমিং পুলের কাছে ভূগর্ভস্থ একটি পাইপ সংযোগের কাজ করছিলেন জার্মান পৌরসভা গ্লোটারটালের বাসিন্দা নির্মাণ শ্রমিক ক্লজ ভলকার। ভলকার কাজ শুরু করলে তার সামনে একটি ধাতব স্তূপ পড়ে।
দক্ষিণ পশ্চিম জার্মান শহরের বাসিন্দা ভলকার বিষয়টি জার্মানির প্রত্নতাত্ত্বিকদের অবহিত করেন।
সংবাদ পাওয়ার পর ঐদিনই অভিযান পরিচালনা করেন প্রত্নতাত্ত্বিকরা। প্রথমদিন তারা সেখান থেকে ১ হাজার মুদ্রা উত্তোলন করেন। পরের দিন বৃষ্টির পানিতে স্থানটি হাঁটু-গভীর কাদায় পরিণত হলে প্রত্নতাত্ত্বিকরা নিজেদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে সজ্জিত করে পুনরায় উদ্ধার কাজে নামেন। সেদিন আরো ৬০০ ধাতব মুদ্রা উদ্ধার করেন।
স্টেট অফিস ফর মনুমেন্ট প্রিজারভেশনের প্রত্নতাত্ত্বিক আন্দ্রেয়াস হাসিস-বার্নার জানান, উদ্ধারকৃত বেশিরভাগ মুদ্রা ব্রেসাচ, জোফিনগেন এবং ফ্রেইবার্গ টাকশাল থেকে এসেছে। সবগুলোই ১৩২০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ের। তবে এর মধ্যে বাসেল, সেন্ট গ্যালেন, জুরিখ, লাউফেনবার্গ এবং কোলমারে তৈরি করা কিছু মুদ্রাও রয়েছে।