Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে গরীব দুঃখী বন্ধু কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গীতে গরীব দুঃখী বন্ধু কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

April 04, 2024 11:36:22 AM   উপজেলা প্রতিনিধি
টঙ্গীতে গরীব দুঃখী বন্ধু কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে গরীব দুঃখী বন্ধু কল্যান সংগঠনের উদ্যোগে ইফতার মাহাফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় টঙ্গী থানা প্রেসক্লাব রোডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সকলকে নিয়ে ইফতার মাহাফিলের আয়োজন করা হয়।

গরীব দুঃখী বন্ধু কল্যান সংগঠনের সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া, যুবলীগ নেতা খুরশেদ আলম, ৫৫ নং ওয়ার্ড তাতীলীগের সভাপতি সুমন আহমেদ প্রমুখ।

বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী আব্দুল্লাহ আল হাতেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ, দৈনিক যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি আনোয়ার হোসেন, গাজীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মোস্তাকিম খান, সাংবাদিক সুজন সারোয়ার, জাহাঙ্গীর আকন্দ, বি এ রায়হান, ছাত্রলীগ নেতা রানা আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর মোল্লা।