Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে মাদরাসা নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে মাদরাসা নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

April 22, 2025 09:42:25 PM   অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁওয়ে মাদরাসা নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও সদর উপজেলার নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নিয়ে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় মাদরাসা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি দৈনিকে প্রকাশিত সংবাদের তথ্য মাদরাসার বাস্তব পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও বিভ্রান্তিকর। তারা দাবি করেন, সংবাদটি ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মাদরাসাটি নিয়মিতভাবে শিক্ষার কার্যক্রম পরিচালনা করে আসছে এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় শিক্ষার্থীদের নৈতিক ও প্রাথমিক শিক্ষা প্রদান করছে।

মানববন্ধনে মাদরাসার পক্ষ থেকে বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থপরতা থেকে যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদরাসার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়ে থাকে, তাহলে এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।

অংশগ্রহণকারীরা সংবাদটির প্রতিবাদ জানান এবং মাদরাসার সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রশাসন ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন।