


ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৭৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন—স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম রবিবার (২৩ নভেম্বর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও সিটি করপোরেশনে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। ঢাকার দুই সিটি করপোরেশনে মিলিয়েই ভর্তি হয়েছে ২১০ জনেরও বেশি রোগী। বিভাগের বাইরে সর্বোচ্চ আক্রান্ত পাওয়া গেছে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা অঞ্চলে।
এ সময়ের মধ্যে এক হাজার ১১১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, যা সাম্প্রতিক দিনের তুলনায় চিকিৎসাব্যবস্থার ওপর চাপ কিছুটা কমার ইঙ্গিত দেয়। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৭ হাজার ৪৪২ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সার্বিকভাবে, মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের হার দুটিই বেড়ে চলায় দেশের ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে।