Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ত্যাগীদের খুঁজে যথাযথ মূল্যায়ন করা হবে, মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

ত্যাগীদের খুঁজে যথাযথ মূল্যায়ন করা হবে, মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

December 24, 2023 02:20:32 PM   জেলা প্রতিনিধি
ত্যাগীদের খুঁজে যথাযথ মূল্যায়ন করা হবে, মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আশিকুর রহমান:
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন দ্বাদশ নির্বাচনে গাজীপুর-১আসন থেকে নৌকা মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। রবিবার সকাল ১১.০০ টায় মন্ত্রী তার নিজ বাসভবনে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। 

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি তার বক্তব্যে আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। 

মন্ত্রী বলেন, রাস্তা ঘাটের উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি গুরুত্ব দেয়া উচিত। এজন্য স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ নজড় দেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন- ভুলত্রুটি মানুষেরই হতে পারে, নির্বাচিত হলে সবার সাথে সমন্বয় করে জনগণের কল্যাণে কাজ করা হবে। ফুটপাত দখলকারীদের বিষয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ জনগণের চলাচলের সুবিধার্থে সরকার রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করেছে। রাস্তায় ফুটপাত বসার কারণে মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।  আমি নির্বাচিত হলে শুধু আমার সংসদীয় আসনই নয়, দেশব্যাপী রাস্তা-ঘাটে বসা ফুটপাত ও যানযট নিরসনে কাজ করবো।

গাজীপুর-১আসনের স্থানীয় ত্যাগী নেতার অবমূল্যায়নের বিষয়ে আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- দলে নতুনদের কাজের তৎপরতায় পুরানরা পিছিয়ে গেছে। ত্যাগীদের খুঁজে বের করে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রিপন সরকার, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।