Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / দাজ্জালীয় সভ্যতার ধ্বংসযজ্ঞ থেকে জাতিকে রক্ষার লক্ষ্যে সুনামগঞ্জে আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

দাজ্জালীয় সভ্যতার ধ্বংসযজ্ঞ থেকে জাতিকে রক্ষার লক্ষ্যে সুনামগঞ্জে আলোচনা সভা

May 10, 2025 03:21:25 PM   অনলাইন ডেস্ক
দাজ্জালীয় সভ্যতার ধ্বংসযজ্ঞ থেকে জাতিকে রক্ষার লক্ষ্যে সুনামগঞ্জে আলোচনা সভা

সুনামগঞ্জে দাজ্জালীয় সভ্যতার ধ্বংসযজ্ঞ থেকে জাতিকে রক্ষার লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ নিউ মার্কেটে হেযবুত তওহীদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জাকির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, ফেনী জেলার সভাপতি নুরুল আফসার সোহাগ, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মো. তুহিন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, চলমান দাজ্জালীয় সভ্যতায় গাজাসহ সারা বিশ্বে মুসলমানদের ওপর যে নৃশংসতা চলছে, তা সহ্যসীমা ছাড়িয়ে গেছে। নির্বিচারে নারী ও শিশুহত্যার মাধ্যমে চলমান এই বর্বরতা থেকে মুক্তি পেতে হলে, তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে একটি সংগঠিত মুসলিম জাতি গঠন করতে হবে।

তারা আরও বলেন, যখন বাংলাদেশের মুসলমানরা ঈদের আনন্দে মেতে থাকে, তখন মাত্র ৬ হাজার কিলোমিটার দূরের পবিত্র ফিলিস্তিনে মুসলমানদের জীবনে নেমে আসে মহাপ্রলয়। ১৯৪৮ সাল থেকে শুরু হওয়া দখলদারিত্ব ও নির্যাতনের ধারাবাহিকতা ২০২৩ সালের পর থেকে আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিনিয়ত বোমা বর্ষণে প্রাণ হারাচ্ছে হাজারো নিরাপরাধ মানুষ, কবর দেয়ারও সময় ও লোক পাওয়া যাচ্ছে না।

বক্তারা জানান, দাজ্জালীয় সভ্যতার এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো মুসলিম উম্মাহর মধ্যে দলাদলি, মাযহাব, ফেরকা ভুলে গিয়ে আল্লাহর দেয়া জীবনব্যবস্থার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া এবং আল্লাহ ছাড়া আর কোনো হুকুম মানবে না -এমন ঘোষণা দেয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা নারী নেত্রী মোছা. মাফিকুল বেগম সোহানা, সদস্য জুনাইদ আহমেদ নাইম, ময়না মিয়া, মোছা. তাছলিমা বেগম, কারিমা আক্তার, লুৎফুর নাহার, মোছা. সাকনিয়া বেগম এবং সাদিয়া জাহান সাবাসহ হেযবুত তওহীদের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।