
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মোর্তুজাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে দর্শনা চেকপোস্টে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি পাসপোর্ট ও কাগজপত্র ঠিক থাকলেও আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার আসামি হিসেবে নজরদারিতে ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তার বিরুদ্ধে তদন্তাধীন অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে তাকে চেকপোস্ট থেকেই আটক করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিষয়টি নিয়ে বিভক্ত প্রতিক্রিয়া জানাচ্ছেন।