
পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম থানা পাড়া এলাকায় মোঃ হামিদুল ইসলাম এর নামে তফসিল বর্ণিত জমিতে হাল চাষের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী নবিবর গং এর বিরুদ্ধে। এ বিষয়ে হামিদুর ইসলাম বাদি হয়ে পাটগ্রাম থানায় নবিবর (৩০), বাবুল (২৭), সইবর (৩২) সহ অজ্ঞাত কয়েকজন নামে লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, হামিদুর ইসলামের মাতা মৃত হালিমা বেওয়ার নামে থাকা ১২৮ শতক জমির মধ্যে ৭৫ শতক হামিদুর ইসলামের নামে রেজিষ্ট্রি হয় এবং ১২৮ শতকেই তারা ভোকদখল করে আসছিল। এর মধ্যে ২৩ শতক জমি রহস্যজনক ভাবে নবিবর গংদের নামে রেকর্ডভুক্ত হয়। এর ফলে ল্যান্ড সরবে মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং ৯০/১৫, তারিখ ২৯/৬/১৫, আপিল মামলা নং ১৩/২৩ তাং ৫/১১/২৩। এরেই সূত্র ধরে গত ২ মাস ধরে হামিদুর গং দের দখলে থাকা জমিতে হাল চাষের বাধা ও প্রাণ নাশের হুমকি দেয় নবিবর এর লোকজন।
এ বিষয়ে অভিযুক্ত নবিবর এর সাথে কথা বলতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সপক্ষে দলিলের জমি হামিদুর গংরা দখলে পেয়েছে। বাকি ২৩ শতকের মামলা চলমান।