Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দুমকিতে মিশুক গাড়ি চুরির সময় হাতেনাতে আটক ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুমকিতে মিশুক গাড়ি চুরির সময় হাতেনাতে আটক ১

June 10, 2022 12:53:16 AM  
দুমকিতে মিশুক গাড়ি চুরির সময় হাতেনাতে আটক ১

দুমকি সংবাদদাতা, পটুয়াখালী:
পটুয়াখালীর দুমকিতে মামার মিশুক গাড়ি ভায়রাকে নিয়ে চুরি করা কালে গাড়িসহ ১ জনকে আটক করা হলেও অন্যজন পলাতক রয়েছেন। আটককৃত মোঃ মিরাজ (২৪) উপজেলার চরবয়েড়া গ্রামের ৯ নং ওয়ার্ডের জাফর ফকিরের ছেলে ও পলাতক ছমির আলী (৩২) উপজেলার চরগরবদী গ্রামের আয়ুব আলী মীর এর ছেলে। সম্পর্কে তারা ভায়রা ভাই।

গাড়ির মালিক ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের ৯নং ওয়ার্ডের মোন্তাজ হাওলাদারের ছেলে হাসান (১৫) মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে দেখে বাসার সাথে গ্যারেজে চার্জ দেয়া তাদের গাড়িটি নেই। বিষয়টি তার বাবাকে জানালে তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির জন্য লোক নামিয়ে দেয়া হয় ও মালিক সমিতিতে জানায়। পরের দিন বুধবার (০৭ জুন ) সকালে বাকেরগঞ্জের দুধলমৌ সাকিনে বটতলা নামক এলাকায় একটি অটো গাড়ি আটক করা হয়।

উল্লেখ্য গত বুধবার (০৭ জুন) গাড়িটির দ্রুত বেগে এসে থামা, ব্যাটারির মুখ খোলা ও সিটের ওপর চার্জার দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সন্দেহ হয় ও গাড়িটি জব্দ করে। খবর পেয়ে গাড়ির মালিক স্পটে গেলে ছমীর আলী চম্পট দিলেও মিরাজকে স্থানীয় জনতা ধরে গাড়িসহ মালিকের কাছে হস্তান্তর করে। পরে দুমকি থানায় নিয়ে আসা হয়।

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার বলেন, এ চক্রটি এলাকায় নানা অপকর্মে জড়িত। এরা জুয়া ও নেশার টাকা জোগার করতে নানা অপকর্মে জড়িত হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সালাম বলেন, গ্রেফতার হওয়া চোরের বিরুদ্ধে বৃহস্পতিবার (০৮ জুন) মামলা হয়েছে। যার নং - ৭। তাকে জেলহাজতে পাঠানো হবে ও অন্য সদস্যদেরও গ্রেফতারের অভিযান চলছে।