
ঢাকার ধামরাই থানার সুয়াপুর এলাকার চরদেলদার মোড় হতে চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল রাতে আটক করে তাদেরকে সুয়াপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের হাতে তুলে দেয় এলাকাবাসী । আটককতৃরা হলো- মিনুর হোসেন, শাহিন হোসেন, মহাসিন হোসেন, রঞ্জু হোসেন।
স্থানীয়রা জানায়, চরদেলদার মোড়ের নাইটগার্ড ও এক দোকানদার রাতে মার্কেটের এক মুদি দোকানের তালা ভাঙতে দেখে এগিয়ে যায়। এ সময় তাদেরকে দেখে একজনকে আটক করা গেলেও তিনজন দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে ধাওয়া করে অপর তিনজনকেও আটক করে এলাকাবাসী। ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিগণ তাদেরকে ধামরাই থানা পুলিশের হাতে তুলে দেন। সূত্র: ইউনিয়ন পরিষদ।