
ঢাকা উত্তর প্রতিনিধি:
ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় হাজার নেতাকর্মীরা ঢাক ঢোল বাজিয়ে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগদান করেন। সম্মেলন চলাকালে বার বার মুশলধারে বৃষ্টি হলেও অনুষ্ঠানস্থল থেকে নেতাকর্মীরা সরে যান নি।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লালটু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেকের সভাপতিত্বে প্রধান অতিথির ভার্চুয়ালী বক্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খাদ্যমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।