Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / নকশা বহির্ভূত বহুতল ভবনের নির্মাণ বন্ধে আইনি নোটিশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নকশা বহির্ভূত বহুতল ভবনের নির্মাণ বন্ধে আইনি নোটিশ

September 11, 2023 07:28:58 PM   উপজেলা প্রতিনিধি
নকশা বহির্ভূত বহুতল ভবনের নির্মাণ বন্ধে আইনি নোটিশ

নীলফামারীর সৈয়দপুরে বিল্ডিং কোড না মেনে নিয়ম ও নকশা বহির্ভূত একটি বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধ করতে নোটিশ দিয়েছে সৈয়দপুর পৌরসভা। সৈয়দপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের বাঁশবাড়ি এলাকায় নূর মোহাম্মদ রোড মোছা. রানী বেগমকে নির্মাণ কাজ বন্ধ রাখতে নোটিশ দেওয়া হয়।

জারিকৃত নোটিশে বলা হয়, পৌরসভার নকশা এবং পৌরনির্মাণ নিয়মনীতি উপেক্ষা করে পৌরসভা হতে নকশা অনুমোদন করে অনুমোদিত নকশা বহির্ভূত নির্মাণ কাজ করছেন। যা পৌরবিধির পরিপন্থী। বিধায় পত্র প্রাপ্তির সাথে সাথে ইমারতের নির্মাণ কাজ বন্ধ রেখে অনুমোদিত নকশা বহির্ভূত নির্মাণ কাজ সাত (০৭) দিনের মধ্যে অপসারণ করতে বলা হয়। অন্যথায় আপনার অনুমোদিত নকশা বাতিলসহ পৌরবিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয় নোটিশে।

অভিযোগ উঠেছে, এদিকে পৌরসভা নোটিশ পাওয়ার পরেও তারা নির্মাণ কাজ খুব দ্রুত চালিয়ে যেতে থাকে। পৌরসভার কোনো তোয়াক্কায় করে না। পরবর্তীতে আনোয়ার আশরাফী নামে এক ভুক্তভোগী ১৭ আগস্ট বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে আদলত তফশিল বর্ণিত নালিশি সম্পত্তির মামলা বিজ্ঞ আদালত কর্তৃক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দেন। বর্তমানে ভবনটি নিমার্ণ কাজ বন্ধ আছে।